মে মাস থেকে আনফিট গাড়ি চলাচল বন্ধে সমন্বিত পদক্ষেপ নেয়া হবেঃ ওবায়দুল কাদের

মে মাস থেকে আনফিট গাড়ি চলাচল বন্ধে সমন্বিত পদক্ষেপ নেয়া হবেঃ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মে মাস থেকে আনফিট গাড়ি চলাচল বন্ধে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে। ৫ এপ্রিল (শনিবার) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী এ সময় দুর্ঘটনা রোধে চত্বরটিতে আগামী দুই মাসের মধ্যে সিগনাল সিস্টেম চালুর নির্দেশ দেন সংশ্লিষ্টদের। ডিভাইডারগুলো চত্বরের দিকে এগিয়ে নিয়ে আসতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, শনিবার বিআরটিএর ভ্রাম্যমান আদালত বিমানবন্দর এলাকায় বৈধ কাগজপত্র ও ফিটনেস না থাকাসহ অন্যান্য কারণে ১৩টি গাড়িকে জরিমানা করেন। এসময় ৪টি গাড়িকে ডাম্পিংয়ে এবং বৈধ কাগজ ও ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে একজন গাড়ি চালককে জেল হাজতে পাঠানো হয়।

নিজস্ব প্রতিনিধি