গণজাগরণ মঞ্চের অন্তত ছয়জন কর্মীকে আটক

গণজাগরণ মঞ্চের অন্তত ছয়জন কর্মীকে আটক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের অন্তত ছয়জন কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া আটক করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামের একটি সংগঠনের সভাপতি ও একজন কর্মীকে। তবে আটক ব্যক্তির সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। আটককৃতরা হলেন গণজাগরণ মঞ্চের বাঁধন, জয়, ধীমান, সোহাগ, ফরিদ আাহমেদ ও টিটু এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান ও কর্মী ইমন। ৪ এপ্রিল (শুক্রবার) বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড় থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাতে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগের প্রজন্ম চত্বরে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। তবে পুলিশের বাধার মুখে গণজাগরণের সমাবেশ হতে পারেনি। পুলিশ লাঠিপেটা করে গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মীকে আটক করেছে। পুলিশের আঘাতে গণজাগরণ মঞ্চের কর্মী লাকী আক্তার, লাভলী, বাঁধনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশের রমনা জোনের উপকমশিনার শিবলি নোমান গণজাগরণ মঞ্চের কর্মীদের আটকের খবর নিশ্চিত করে বলেন, একই সময়ে গণজাগরণ মঞ্চের দুটি পক্ষ সমাবেশের ডাক দেয়। কিন্তু তাদের কারওরই সমাবেশের অনুমতি ছিল না। তাই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের সংখ্যা ও পরিচয় তিনি তাৎক্ষণিক নিশ্চিতভাবে জানাতে পারেননি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

নিজস্ব প্রতিনিধি