এআই-ভিত্তিক হাসপাতালের যাত্রা শুরু
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক হাসপাতাল চালু করেছে চীন। হাসপাতালটিতে কাজ করছেন ১৪ জন এআই চিকিৎসক। এটি স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এটি প্রযুক্তি ও স্বাস্থ্য খাত ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ক্রিপ্টো টোকেন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। টেকক্রাঞ্চসহ প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সংস্থা একই দিন এ খবর নিশ্চিত করে। সংবাদমাধ্যম জানায়, এআই হাসপাতাল চালুর মাধ্যমে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের দিক থেকে এক বিশাল অগ্রগতি ঘটিয়েছে। এই পদক্ষেপ ভবিষ্যতে ব্লকচেইন ও ক্রিপ্টো ইকোসিস্টেমেও ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব প্রকল্প এআই উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত।
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি সিংহুয়া মেডিসিন টাউনহলে এক সভার আনুষ্ঠানিকভাবে এই হাসপাতাল চালুর ঘোষণা দেয়। এই হাসপাতালকে ক্লিনিক্যাল অনুশীলন, শিক্ষা এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে একীভূত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিংহুয়া বিশ্ববিদ্যালয় এই এআই এজেন্ট হাসপাতাল পুরোদমে চালু করার জন্য একটি পর্যায়ক্রমে পদ্ধতির রূপরেখা দিয়েছে। প্রাথমিক পর্যায়ে, হাসপাতালটিতে বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং প্রকৌশল ও চিকিৎসা শাখার সমন্বিত দক্ষতা ব্যবহার করা হবে। বেইজিংয়ের সিংহুয়া চাংগুং হাসপাতাল ও এর অধিভুক্ত ইন্টারনেট হাসপাতালে এ ব্যাপারে প্রাথমিক পাইলট কর্মসূচি শুরু হতে চলেছে, যার মধ্যে জেনারেল প্র্যাকটিস, চক্ষুবিদ্যা, রেডিওলজিক্যাল ডায়াগনস্টিকস, রেসপিরেটরি মেডিসিনসহ বিভিন্ন বিভাগ অন্তর্ভুক্ত থাকবে।
জানা গেছে, এআই এজেন্ট হাসপাতাল কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণাকে একত্রিত করে এমন একটি সমন্বিত বাস্তুতন্ত্র তৈরির দিকে নজর দিচ্ছে। এই উদ্ভাবনী মডেল উন্নত মানের চিকিৎসা সহজলভ্য করার পাশাপাশি দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে চায়। দীর্ঘ মেয়াদে এর লক্ষ্য হলো আধুনিক, সাশ্রয়ী ও টেকসই স্বাস্থ্যসেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটি চিকিৎসা খাতে প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ভবিষ্যতের নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ ছাড়া সিংহুয়া বিশ্ববিদ্যালয় এই এআই এজেন্ট হাসপাতালের সক্ষমতাকে এমনভাবে নকশা করেছে, যা সরাসরি হাসপাতালের মূল কাঠামোর সঙ্গে সংযুক্ত ও বাস্তবিক ক্লিনিক্যাল চাহিদার ভিত্তিতে পরিচালিত। এই সংহত ডিজাইন চিকিৎসকদের আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তার পাশাপাশি হাসপাতালের ব্যয় হ্রাস করবে। এর মাধ্যমে ভবিষ্যতের চিকিৎসকদের এআইয়ের সহযোগিতায় কাজ করার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।