আমার দেশ পত্রিকার প্রিটিং প্রেসে তল্লাশিঃ পত্রিকা প্রকাশে অনিশ্চয়তা

আমার দেশ পত্রিকার প্রিটিং প্রেসে তল্লাশিঃ পত্রিকা প্রকাশে অনিশ্চয়তা

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দৈনিক আমার দেশ পত্রিকার প্রিটিং প্রেসে তল্লাশি অভিযান শুরু করেছে ডিবি পুলিশ। ১১ এপ্রিল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টায় তেজগাঁও শিল্প এলাকায় ৪৪৬/ডি প্রেসে অভিযান শুরু করে তারা। ভেতরে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করলেও বাইরে পোশাকধারী পুলিশ প্রেসটিকে ঘিরে রেখেছে। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার। প্রেসটিতে কাউকে ঢুকতে দেয়া ও বাইরে বের হতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এর ফলে পত্রিকা প্রকাশে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর কারওয়ানবাজারের ‘আমার দেশ’ পত্রিকা অফিস থেকে মাহমুদুর রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। সেখান থেকে মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এর পর বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত সিএমএম সহিদুল ইসলাম মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৩টি মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ৩ মামলায় তাকে ২৪ দিনের রিমান্ড চায়। ১৩ দিনের রিমান্ড মঞ্জুরের পর মাহমুদুর রহমানকে ডিবি অফিসে আনা হয়। এর পরই রাত সাড়ে ৮টার দিকে দৈনিক আমার দেশ পত্রিকার প্রেসে পুলিশি অভিযান শুরু হয়।্র

বিশেষ প্রতিনিধি