ব্ল্যাকআউটে গেছে ১০টিরও বেশি বাংলা ব্লগ

ব্ল্যাকআউটে গেছে ১০টিরও বেশি বাংলা ব্লগ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ‘সরকারের মৌলবাদতোষণ। ব্লগার গ্রেপ্তার। প্রতিবাদ, প্রতিরোধ। ব্ল্যাকআউট।’ এভাবেই ব্লগারদের মুক্তির দাবি ও ব্লগগুলোর হয়রানি বন্ধে আজ দুপুর ১২টা থেকে ব্ল্যাকআউটে গেছে ১০টিরও বেশি বাংলা ব্লগ। প্রতিটি ব্লগের হোমপেজ কালো করে সেখানে ব্ল্যাকআউটের কারণ ও তথ্য লিখে দেয়া হয়েছে।
ব্ল্যাকআউটে যাওয়া ব্লগগুলো হচ্ছে—সচলয়াতন, আমার ব্লগ, নাগরিক ব্লগ, মুক্তাঙ্গন, মুক্তমনা, আমরা বন্ধু, চতুর্মাত্রিক, ক্যাডেট কলেজ ব্লগ, ইস্টিশন ব্লগ, সরবসহ আরও কয়েকটি ব্লগ। ব্লগগুলোর পক্ষ থেকে কালো ব্যানারের ওপর লাল রঙে লেখা হয়েছে ‘প্রতিবাদ করুন। প্রতিরোধ গড়ে তুলুন।’
প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে ব্লগে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তির অভিযোগে এ পর্যন্ত চারজন ব্লগারকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়েছে পুলিশ।

এসবিডি নিউজ ডেস্ক