মতিঝিলে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল,কয়েকটি ককটেল বিস্ফোরণ,গ্রেফতার ৫

মতিঝিলে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল,কয়েকটি ককটেল বিস্ফোরণ,গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায় তারা। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ শিবির কর্মীকে আটক করেছে। ৯ মার্চ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের বিমান অফিসের কাছে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে গেলেও পরে আবার জড়ো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিলের সিটি টাওয়ারের পাশের একটি গলি থেকে ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিলটি প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। কিছুক্ষণ পর আবার তারা জড়ো হয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচ শিবির কর্মীকে আটক করে পুলিশ।  মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান জানান, সিটি টাওয়ারের গলি থেকে জামায়াত-শিবির কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেনি। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পাঁচ শিবির কর্মীকে আটক করে পুলিশ। পরে পুলিশ আশেপাশের গলিতে ঢুকে তল্লাশি চালায়।

নিজস্ব প্রতিনিধি