চলতি বছরেই অর্থনৈতিক শুমারি হবে

চলতি বছরেই অর্থনৈতিক শুমারি হবে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সরকার চলতি বছরে অর্থনৈতিক শুমারি অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্মাল (অব.) এ কে খন্দকার। ২৫ ফেব্রুয়ারি (সোমবার) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম ফরিদুন্নাহার লাইলীর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী ৩১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে একটি প্রকল্পও গ্রহণ করেছে। এদিকে প্রস্তুতিমূলক কাজ যাচাইয়ের জন্য বর্তমানে সিলেট সিটি করপোরেশনের একটি ওয়ার্ড ও পাবনার সুজানগর উপজেলার একটি ইউনিয়নে পাইলট শুমারি চলছে। নুরুল ইসলাম বিএসসি’র লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরিকল্পনা কমিশন নথি প্রক্রিয়াকরণের নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজের বরাদ্দের প্রস্তাব প্রক্রিয়করণ সম্পন্ন করে থাকে। তবে প্রস্তাব প্রক্রিয়াকরণের জন্য নিয়ম অনুযায়ী যে সমস্ত তথ্যাদি পত্রে সংযোজনী হিসাবে থাকার কথা অনেক সময় সে সমস্ত তথ্যাদি থাকে না। তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে সংগ্রহ করতে হয়। তাছাড়া অনেক সময় অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং ভুল তথ্য প্রেরণের কারণেও নথি প্রক্রিয়াকরণে কিছুটা বিলম্ব হতে পারে।

নিজস্ব প্রতিনিধি