‘আমি চলে যাবো’ ।। তীব্র প্রতিবাদের মুখে বিমর্ষ বদনে জাবি উপাচার্য

‘আমি চলে যাবো’ ।। তীব্র প্রতিবাদের মুখে বিমর্ষ বদনে জাবি উপাচার্য

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির তীব্র প্রতিবাদের মুখে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি (বুধবার) বেলা সাড়ে ৪ টায় সিনেট ভবনে উপস্থিত শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে অধ্যাপক আনোয়ার হোসেন এ ঘোষণা দেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যাপক ভাংচুর চালায় এবং শিক্ষকেরা এ ঘটনায় জাবি উপাচার্যের দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ তোলে। ওই রাতের ঘটনা নিয়ে বুধবার সকাল ১১টায় জরুরি সভা ডাকে জাবি শিক্ষক সমিতি। চলে বেলা ২ টা পর্যন্ত।  সভায় শিক্ষক সমিতির সকল শিক্ষকেরা উপাচার্য এবং প্রক্টোরিয়াল বডির নিস্ক্রিয়তার অভিযোগ আনে। এ কারণে তিনি উপাচার্য থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন বলে দাবি করা হয় এ সভায়। এছাড়া প্রক্টর অধ্যাপক সোহেল আহমেদেরও পদত্যাগ দাবি করা হয় সভায়। একই সঙ্গে ভাংচুরের ঘটনায় দোষীদের  গ্রেফতার এবং একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবিতে শিক্ষক সমিতি উপাচার্যের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে। শিক্ষক সমিতির এই সভা শেষ হওয়ার পরপর বেলা সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সিনেট ভবনে চলমান সভার মধ্যে বেলা ৪টায় শিক্ষক সমিতির প্রায় কয়েকশ শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেনের  সঙ্গে দেখা করতে আসেন। শিক্ষকেরা এসময় উপাচার্যকে তাদের দাবি সম্পর্কে জানান। প্রায় আধা ঘণ্টা শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডার পর অধ্যাপক আনোয়ার হোসেন তাদেরকে পদত্যাগের প্রতিশ্রুতি দেন। এদিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার বলেছেন, “ আমরা প্রাথমিকভাবে তাকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছি। এর মধে তিনি পদত্যাগ না করলে আমরা স্থায়ী কর্মবিরতী পালন করবো।”

বেলা সাড়ে ৪টায় সিনেট ভবনে এসে অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগের ঘোষনা দেন। এসময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল। অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “আপনার জানেন গতকাল একটি ভয়াবহ তাণ্ডব চলেছে এই ক্যাম্পাসে। আমাদের শিক্ষক সমিতির অধিকাংশ শিক্ষক মনে করেছেন যে, এই ঘটনার ভয়াবহতা ঠেকাতে আমি উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছি।” তারা আরও বলেছেন, “এ কারণেই উপাচার্য পদে থাকার নৈতিক অধিকার আমি হারিয়ে ফেলেছি।” অধ্যাপক আনোয়ার হোসেন বলেন,“ আমার বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে আমি এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছি, অতএব আমি আর এ পদে থাকতে চাইনা।” আমি চলে যাবো। উপাচার্য পদ ছেড়ে দিতে যা যা করণীয় আমি দ্রুত তা করবো বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিনিধি