জেট ও কিংফিসার এয়ারলাইন্সে ২ মাস ধরে বেতন বন্ধ

জেট ও কিংফিসার এয়ারলাইন্সে ২ মাস ধরে বেতন বন্ধ

এসবিডি নিউজ 24 ডট কম,ডেক্সঃ ভারতে বিগত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না জেট এবং কিংফিসার এয়ারলাইন্সের কর্মচারী-কর্মকর্তারা। এই দুইটি বিমান কোম্পানিতে কর্মরত আছেন মোট ১৮ হাজার কর্মচারী। গত ১৩ ফেব্রুয়ারী কিংফিসার এয়ারলাইন্সের কথা ছিল তার কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন দেয়ার। কিন্তু সেদিনও বেতন দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

এদিকে দেশটির সর্ববৃহত বেসরকারি মালিকানাধীন বিমান কোম্পানি জেট এয়ারলাইন্সও জানুয়ারি মাস থেকে তার কর্মচারীদের কোনো প্রকার বেতন দিচ্ছে না।

কিংফিসারের সিইও সঞ্জয় আগারওয়াল তার কর্মচারীদের ই-মেইল মারফত জানান, ডিসেম্বরের বেতন দিতে আরও দেরি হবে। আমরা বেশ কিছু অর্থ লেনদেনজনিত সমস্যায় আছি। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতৃস্থানীয় বিমানবন্দর কর্মকর্তা জানান, বাজারে কিংফিসারের দেনা রয়েছে প্রায় সাত হাজার কোটি রুপি। এর আগে সিইও বেতন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সময় শেষ হয়ে গেলেও তারা বেতন দিতে পারেনি। এরপর স্বয়ং চেয়ারম্যান বিজয় মালিহা নিজেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাও বেতন পাইনি আমরা। এখন কার কাছে বেতন চাইবে মানুষ।

কিংফিসারের প্রায় ১৮০ জন বিমানচালক জানুয়ারি মাসে বিমান না চালানোর হুশিয়ারি দিয়ে ব্যবস্থাপনা কমিটিকে চিঠি পাঠিয়েছিল।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।