ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনঃ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনঃ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম ও গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার)। আমাদের মুক্তি সংগ্রামের স্মৃতিবিজড়িত ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। দুপুর ২টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে কাউন্সিলের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করবেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। সর্বশেষ ২০০৩ সালের ১৮ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফকে সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে সাধারণ সম্পাদক করা হয়। হানিফের মৃত্যুর পর এম এ আজিজ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করবেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হবে। ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং সাধারণ সম্পাদক মায়া চৌধুরীসহ নগর নেতা, ঢাকার সব থানা, ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা আলাদা আলাদা পতাকা স্ট্যান্ডে দলীয় পতাকা উত্তোলন করবেন। নেত্রী শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ওড়াবেন। প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের উপস্থিতিতে সম্মেলনের নিয়মমাফিক কাজ করা হবে। সবশেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব প্রতিনিধি