নিহত সাংবাদিক দম্পতির ময়নাতদন্ত সম্পন্ন: ময়না তদন্তের প্রতিবেদন আগামী সপ্তাহে পেশ করা হবে

নিহত সাংবাদিক দম্পতির ময়নাতদন্ত সম্পন্ন: ময়না তদন্তের প্রতিবেদন আগামী সপ্তাহে পেশ করা হবে

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে এই সাংবাদিক দম্পতিকে হত্যা করেছে তারা অপেশাদার খুনি। ময়না তদন্তের কাজে নিয়োজিত ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রভাষক ডা. সোহেল মাহমুদ ময়না তদন্ত শেষে উপস্থিত সাংবাদিকদের জানান, নিহত সাগর সরওয়ারের শরীরে অংখ্য ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার হাত-পা বাঁধা থাকলেও শরীরে অন্যকোনও নির্যাতনের চিহ্ন নেই। তার বুকে, পিঠে ও গলায় অসংখ্য আঘাত দেখা গেছে। তার দু’টো ফুসফুসেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বুকের ডান দিক থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মেহেরুন রুনির শরীরে দু’টি ছুরিকাঘাতের এবং তার ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রুনির শরীরের বড় একটি রক্তনালি বিচ্ছিন্ন অবস্থায় দেখা গেছে। পেশদার নাকি অপেশাদার খুনিরা এ কাজ করেছে এমন প্রশ্নের জবাবে ডা. সোহেল সাংবাদিকদের জানান. খুনিরা যদি পেশাদার হতো তাহলে এত আঘাত করা হতো না। পেশাদাররা নির্দিষ্ট জায়গায় অল্প আঘাতের মাধ্যমেই খুন বা হত্যা করে থাকে। খুনিরা অপেশাদার বলেই নিহতদের শরীরে অসংখ্য আঘাত করেছে। তবে রুনির আঘাতগুলো আনফরচুনেটলি জায়গা মতো করা হয়েছিল। তাই তার শরীরে বেশি আঘাত করা হয়নি। ময়না তদন্তের প্রতিবেদন আগামী সপ্তাহের মধ্যেই তৈরি করা হবে বলে জানান তিনি। নিহত সাংবাদিক দম্পতির ময়না তদন্তের কাজে ঢামেক ফরেনসিক অ্যান্ড মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোহেল মাহমুদসহ তিনজন নিয়োজিত ছিলেন।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।