রাজধানীতে সাংবাদিক দম্পতি খুন হওয়ার ঘটনায় গ্রেফতার ১।। ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ

রাজধানীতে সাংবাদিক দম্পতি খুন হওয়ার ঘটনায় গ্রেফতার ১।। ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ রাজধানীতে সাংবাদিক দম্পতি খুন হওয়ার ঘটনায় মেহেরুন রুনির ছোট ভাই নওয়াজেশ আলম রোমানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হওয়ার পর শনিবার সকালে রোমান ওই বাসায় গেলে তাকে আটক করে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্র জানিয়েছে, খুন হওয়া দম্পতির শুক্রবার রাতের  মোবাইল কল লিস্ট চেক করে রোমানকে আটক করা হয়েছে। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার নিরাপত্তা কর্মী হুমায়ুন কবিরকে আটক করা হয়। অপরদিকে, ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ শনিবার বেলা একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী নিহত দম্পতির পশ্চিম রাজাবাজারের বাসায় যান।
পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগরের মা ও রুনির মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। হত্যার বিচার চেয়ে দুই মায়ের আকুতি আমাকে খুবই কষ্ট দিয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি।’

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।