চলতি অর্থবছর সরকারের পক্ষে সর্বোচ্চ ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবেঃ এডিবি

চলতি অর্থবছর সরকারের পক্ষে সর্বোচ্চ ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবেঃ এডিবি

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ চলতি অর্থবছর বাংলাদেশের অর্থনীতিতে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি (জিডিপি) হবে বলে ধারণা করছে এশীয় উন্নয়ন ব্যাংক।  ১১ এপ্রিল (বুধবার) রাজধানীর এডিবি কার্যালয়ে আউটলুক-২০১২ শীর্ষক প্রতিবেদনে এ অনুমান করা হয়েছে। এদিন প্রতিবেদনটি এশিয়ার সব দেশেই প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে এডিবি অনুমান করেছে, চলতি অর্থবছর সরকারের পক্ষে সর্বোচ্চ ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। গত অর্থবছর সরকার ৬ দশমিক ৭ শতাংশ অর্জন করতে সম্ভব হয়। আর চলতি বছর বাংলাদেশ সরকারের লক্ষ্য ৭ শতাংশ। এছাড়া বার্ষিক গড় মূল্যস্ফীতি ১১ শতাংশ হতে পারে বলে ধারণা করছে এডিবি।

এবারের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করেছিল সরকার, যদিও সর্বশেষ মার্চ মাসের হিসাবে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি রয়েছে।

প্রতিবেদন উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো। প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

নিজস্ব প্রতিনিধি