ক্রমেই জমে উঠছে বই মেলা

ক্রমেই জমে উঠছে বই মেলা

মাহবুব আলম,এসবিড নি্উজ২৪ ডট কমঃবাংলা একাডেমী প্রাঙ্গণে মাসব্যাপী বই মেলা শুরু হত্তয়ার নবম দিনেই জমে উঠেছে বই মেলা। ক্রেতা-বিক্রেতার মাঝে খুশির ছাপ। এদিনে ১২৯টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। উল্ল্যেখযোগ্য কয়েকটি বই হচ্ছে আনিসুল হকের সাতটি প্রেমের উপন্যাস,মুহম্মদ ইফতেখারুল ইসলাম খানের গ্রীক পুরাণ,কাজী নজরুল ইসলামের নির্বাচিত প্রবন্ধ সম্পাদনায়-খিলখিল কাজী,এশিয়ার লোক কাহিনী-মোবারক হোসেন খান,আফ্রিকার লোক কাহিনী-ইমরুল হাসান,অন্য কেউ-আহসান হাবীব,রঙ্গপুরের নাট্যচর্চার ইতিহাস-মোতাহার হোসেন সুফী,পাঠ-পুন:পাঠ-বিশ্বজিৎ ঘোষ সহ আরো অনেক লেখকের বইয়ের মোড়ক উন্মোচন মেলার উৎসবের আমেজকে বহুগুণে বাড়িয়ে তোলে।সেবা প্রকাশনীর সামনে বরাবরের মতই ভিড়। কিশোর ক্লাসিক,তিন গোয়েন্দা,মাসুদ রানা সিরিজের বইগুলো এখনকার সময়ে মোবাইল আর ইন্টারনেটে ফেসবুকের যুগেত্ত সমানভাবে টানে তাই এর বড় প্রমাণ। অন্যদিকে অন্যপ্রকাশ বই স্টলের সামনে সমান পরিমাণে ভিড় বই অনুরাগীদের। নবম দিন শেষে পাঠকদের প্রত্যাশা তারা তাদের পছন্দের লেখকের আরো নতুন বই পাবেন আর প্রকাশকদের আশা বইয়ের কাটতি বাড়ানো।

Admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।