সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই এর ঊর্ধ্বমুখী সূচক

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই এর ঊর্ধ্বমুখী সূচক

সুনিত বড়ুয়া,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ১ এপ্রিল (রোববার) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক বেড়েছে সামান্য। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে সাত পয়েন্ট বেড়ে ৪,৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম সাত মিনিটে সূচক বেড়ে যায় ৪৭ পয়েন্ট। তবে, এরপর থেকে সূচক বাড়ার হার কমে যেতে থাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে মোট ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩০টির দাম বেড়েছে। কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ১১০ কোটি টাকার লেনদেন হয়েছে। আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল: গ্রামীণফোন, বেক্সিমকো, যমুনা অয়েল, এমজেএল বাংলাদেশ, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, গোল্ডেন সন, এমআই সিমেন্ট, কেয়া কসমেটিকস এবং ফোনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লি.।

নিজস্ব প্রতিনিধি