ডিএসইতে অস্থিশীল সূচক

ডিএসইতে অস্থিশীল সূচক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সপ্তাহের প্রথম দিনে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হলেও আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে সামান্য।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে পাঁচ পয়েন্ট বেড়ে ৪,৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ২১কোটি টাকার লেনদেন হয়েছে। আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো ফার্মা,বেক্সিমকো, গ্রামীণফোন, ইউসিবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং মিলস, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট, ফুওয়াং সিরামিকস এবং কেয়া কসমেটিকস।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।