পুলিশ কর্তৃক কলেজ শিক্ষিকাকে লাঞ্ছিত করার নিন্দা

পুলিশ কর্তৃক কলেজ শিক্ষিকাকে লাঞ্ছিত করার নিন্দা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: পুলিশের পোষাক পরিহিত ব্যক্তির দ্বারা কলেজ শিক্ষিকার লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। আজ সংগঠনের এক বিবৃতিতে বলা হয়:-

‘গণমাধ্যমে কলেজ শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে কপালে টিপ পরার জন্য পুলিশের পোষাক পরিহিত ব্যক্তির দ্বারা লাঞ্ছনার ন্যক্কারজনক ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। শিক্ষিকা ড. লতা সমাদ্দার অভিযোগ করেছেন; উক্ত পুলিশ তাকে শুধু টিপ পরার জন্যই কটুক্তি করেনি, তিনি প্রতিবাদ করায় তার পায়ের উপর দিয়ে মোটর সাইকেলের চাকা চালিয়ে দিয়েছে।
‘আমরা পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশে পাকিস্তানপন্থী বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিদের দ্বারা এ ধরনের উৎকট সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনার কথা জানি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের আমলে পুলিশের কোনও সদস্য হিন্দু হওয়ার কারণে একজন কলেজ শিক্ষককে প্রকাশ্যে এভাবে লাঞ্ছিত করতে পারেÑ এর নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই।

‘কিছুদিন আগে এক মৌলবাদী সংগঠনের নেতা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, ভারতে মুসলিম মেয়েদের স্কুলে হিজাব পরতে না দিলে বাংলাদেশে হিন্দু নারীদের শাঁখা-সিঁদুর-টিপ পরতে দেয়া হবে না। এ ধরনের সংবিধানবিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনাবিদ্বেষী সাম্প্রদায়িক উষ্কানিমূলক বক্তব্যের জন্য এই মৌলবাদী নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয় নি। সাম্প্রদায়িক দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে তার পরিণাম কী হতে পারে তার একটি উদাহরণ হচ্ছে কলেজ শিক্ষিকা ড. লতা সমাদ্দারের লাঞ্ছনার এই চরম নিন্দনীয় ঘটনা।

‘আমি দাবি জানাচ্ছি- সিসিটিভির ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য প্রমাণ তদন্ত করে এই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এ ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষ ও লাঞ্ছনার ঘটনা আরও বৃদ্ধি পাবে যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট সহ আগামীতে আমাদের অসাম্প্রদায়িক বাঙালিত্বের চেতনার সকল অর্জন ধ্বংস করবে।’
স্বাক্ষরদাতা⎯
বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন মুক্তিযোদ্ধা রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, জননেতা ঊষাতন তালুকদার, কথাশিল্পী সেলিনা হোসেন, চলচ্চিত্রনির্মাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, ক্যাপ্টেন (অবঃ) আলমগীর সাত্তার বীরপ্রতীক, ক্যাপ্টেন (অবঃ) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অবঃ), মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল, কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আয়েশ উদ্দিন, অধ্যাপক মেজবাহ কামাল, ডাঃ শেখ বাহারুল আলম, ড. মেঘনা গুহঠাকুরতা, ডাঃ ইকবাল কবীর, মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা মকবুল-ই এলাহী চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, এডভোকেট আবদুস সালাম, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গাফ্ফার, কবি জয়দুল হোসেন, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাবেক জাতীয় ফুটবলার শামসুল আলম মঞ্জু, সমাজকর্মী কামরুননেসা মান্নান, এডভোকেট আজাহার উল্লাহ্ ভূঁইয়া, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়–য়া, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব, সাংবাদিক শওকত বাঙালি, উপাধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী শম্পা, লেখক আলী আকবর টাবী, সমাজকর্মী চন্দন শীল, এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, এডভোকেট দীপক ঘোষ, অনলাইন এ্যাক্টিভিস্ট ড. কানিজ আকলিমা সুলতানা, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, লেখক সাংবাদিক সাব্বির খান, মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়–য়া, এডভোকেট আবদুল মালেক, লেখক কলামিস্ট মিথুশিলাক মুর্মু, কলামিস্ট অনলাইন এ্যাক্টিভিস্ট লীনা পারভীন, মানবাধিকারকর্মী রহমান খলিলুর, অধ্যাপক সুজিত সরকার, সমাজকর্মী হারুণ অর রশীদ, এডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সাংবাদিক দিলীপ মজুমদার, সমাজকর্মী রাশেদ রাশেদুল ইসলাম, সমাজকর্মী ই¯্রাফিল খান বাপ্পি, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল, লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি ও সমাজকর্মী ফয়সাল হাসান তানভীর প্রমুখ।

এসবিডি নিউজ ডেস্ক