হ্যাক হতে পারে আইফোনও!

হ্যাক হতে পারে আইফোনও!

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আড়াই বছর ধরে ‘অভূতপূর্ব হ্যাকিংয়ের শিকার’ হয়েছেন হাজার হাজার আইফোন ব্যবহারকারী। গুগলের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। হ্যাকাররা আড়াই বছর ধরে কয়েকটি ওয়েবসাইট হ্যাক করে তার ভিজিটরদের আইফোনে ক্ষতিকর সফটওয়্যার তথা ম্যালওয়্যার প্রবেশ করায়। একবার হ্যাকড হওয়ার পর আইফোন ব্যবহারকারী ভিজিটরের সব গোপন তথ্য চলে গেছে হ্যাকারদের দখলে। তাদের লোকেশন তথ্য হ্যাকারদের কাছে গেছে প্রতি মিনিটে মিনিটে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তারা কী পাসওয়ার্ড ব্যবহার করেছেন, কী কথা বলেছেন; সব জেনে গেছে তৃতীয় পক্ষ!


যদি কোনো ব্যবহারকারী তার ফোন রিস্টার্ট করে থাকেন, তবে আর হ্যাকড থাকেননি। কিন্তু ওই ওয়েবসাইটে আবার ঢুকলে আগের অবস্থায় ফিরে গেছেন। কোন কোন ওয়েবসাইট হ্যাক করে হ্যাকাররা এই কাজ করেছে, সেটি জানায়নি গুগল।

এসবিডি নিউজ ডেস্ক