চামড়ার বিষয়ে নীতিমালা অনুমোদিত হয়েছে

চামড়ার বিষয়ে নীতিমালা অনুমোদিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কম: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোরবানির আগে আমার এই কক্ষে মিটিং করে চামড়া ব্যবসায়ীরা বলে গিয়েছিলেন- সরকার নির্ধারিত দামেই তারা চামড়া কিনবেন। কিন্তু তারা সেই কথা রাখেননি। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য চামড়ার বিষয়ে নীতিমালা অনুমোদিত হয়েছে। তাতে আগামীতে চামড়ার ন্যায্যমূল্য পাবে তৃণমূলের ব্যবসায়ীরা।


মন্ত্রী বলেন, বারবার আমরা বলেছি, এই চামড়ার টাকা মূলত এতিমখানা মসজিদ মাদ্রাসায় যায়। যারা কিনবেন তারা একটু চিন্তা করেন। ইহকাল এবং পরকাল দুইটায় তো সামনে আছে। এই বিবেচনা তারা করেনি। আগামীবার আমরা আশাবাদী এই বিবেচনা তারা করবেন। ৩০ কোটি মানুষের এই চারটি দেশের বিশাল বাজার ধরা গেলে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে। বিশেষ করে বাড়বে পোশাক খাতের রফতানি বাণিজ্য। ব্রাজিলে বাণিজ্য সম্প্রসারণে আগামী ৭ ও ৮ নভেম্বর ব্রাজিলের সাও পাওলোতে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী বা মেলা হবে।


নিজস্ব প্রতিনিধি