প্লটের আবেদন প্রত্যাহার

প্লটের আবেদন প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কম: সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা ঢাকার পূর্বাচলে ১০ কাঠা জমি চেয়ে সরকারের কাছে যে আবেদন করেছিলেন তা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বরাবর পাঠানো এক আবেদনপত্রে তিনি লিখেছেন, ‘আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পুর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’


রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। বিএনপির মনোনয়নে এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। রুমিন ফারহানা গত ৯ জুন সাংসদ হিসেবে শপথ নেন। আর প্লটের জন্য আবেদন করেন ৩ আগস্ট।

নিজস্ব প্রতিনিধি