ডেঙ্গু জ্বরে ১৬৯ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে ১৬৯ জনের মৃত্যু

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে। তবে এরা প্রত্যেকেই যে ডেঙ্গুতে মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ৮০টি মৃত্যু পর্যালোচনা করে ৪৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ।


তিনি বলেন, সব হাসপাতাল থেকে তথ্য পেতে আমাদের দেরি হয়ে যায়। তারপর রোগীর রক্ত নমুনা পরীক্ষার পর আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে, তিনি ডেঙ্গুতে মারা গেছেন কি না। আইইডিসিআরের পরিচালক আরো জানান, সব বিভাগের মধ্যে বরিশালে ডেঙ্গু আক্রান্তের হার বেশি। আইইডিসিআর সেখানে এপিডেমিকাল ও এন্টোমোলোজিকাল সার্ভে করছে।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নতুন করে এক হাজার ২৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬০৭ জন, ঢাকার বাইরে ভর্তি হন ৬৯২ জন।

এসবিডি নিউজ ডেস্ক