পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনা : অভিযুক্ত সার্ভেয়ারের পদোন্নতির পায়তারা

পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনা : অভিযুক্ত সার্ভেয়ারের পদোন্নতির পায়তারা

কাজী মাহফুজুর রহমান শুভ,এসবিডি নিউজ24 ডট কমঃ যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ ডুবির পর পদ্মাতীরে শুরু হওয়া কান্নার রোল না থামলেও ভয়াবহ এই দুর্ঘটনাসহ অয়েলট্যাংকার ডুবিতে সুন্দরবন বিপর্যয়ের জন্য প্রত্যক্ষভাবে দায়ী সমুদ্র  পরিবহন অধিদপ্তরের ‘ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার’-কে গ্রেড-২ থেকে গ্রেড-১-এ পদোন্নতি প্রদানের পাঁয়তারা চলছে। অধিদপ্তরের মহাপরিচালকের সুপারিশের পরিপ্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আগামী ১২ জানুয়ারী (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়েছে। অথচ পিনাক-৬  দুর্ঘটনার কারণ উদঘাটন ও দায়ীদের শাস্তি চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুল এখনও নিস্পত্তি হয়নি। ঐ রিটে নৌসচিব, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ছাড়াও দুর্ঘটনার সময় মাওয়া অঞ্চলে সমন্বয়কের দায়িত্ব পালনকারী মুঈনউদ্দিন জুলফিকারকে বিবাদী করা হয়। উচ্চ আদালতে বিচারাধীন মামলার একজন বিবাদীর পদোন্নতির বিষয়টি মন্ত্রণালয়ের বৈঠকে এজেন্ডাভুক্ত করায় সংশ্লিষ্ট মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিনিধি