সন্ত্রাসী হামলার শিকার ফটো সাংবাদিক আব্দুল হালিম

সন্ত্রাসী হামলার শিকার ফটো সাংবাদিক আব্দুল হালিম

কাজী মাহফুজুর রহমান শুভ,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর মতিঝিল থানার ডিআইটি এক্সটেনশন এভিনিউস্থ ফকিরাপুল রহমানিয়া আবাসিক হোটেলে হামলা চালিয়ে তিন কর্মচারীকে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা । ঘটনাটি ঘটে ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
সূত্র জানায়, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ঐ তিন হোটেল কর্মচারীকে ঘটনার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। এ সময় সন্ত্রাসী হামলার দৃশ্যের ছবি তুলতে গিয়ে দৈনিক জনতার ফটো সাংবাদিক আব্দুল হালিমে মারধর করে, পরে তার কাছে থাকা ক্যামেরা ভাংচুর করে। তার পকেটে থাকা দুটি মোবাইল সেট ও নগদ প্রায় আড়াই হাজার  টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় দৈনিক জনতার ফটো সাংবাদিক আব্দুল হালিম গুরুত্বর আহত হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুই সন্ত্রাসীকে আটক করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফকিরাপুলের সন্ত্রাসী জামালের নেতৃত্বে দুর্বৃত্তরা রহমানিয়া আবাসিক হোটেলে চাঁদাবাজি করতে যায়। এ সময় কর্মচারীদের বাধার মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সাড়ে ছয়টার দিকে সন্ত্রাসী জামালের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে কর্মচারীদের উপর হামলা চালনো হয়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে কর্মচারী শাহ আলম (২৮) পাপন (২৬) ও রুমবয় আকবর (৩২) গুরুতর আহত হয়।
এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে ঐসময় হোটেলের নিচে দাঁড়িয়ে সন্ত্রাসীদের ছবি তুলতে গেলে দৈনিক জনতার ফটো সাংবাদিক আবদুল হালিম সন্ত্রাসীদের হাতে আহত হন। গুরুতর আহত ফটো সাংবাদিক আবদুল হালিমকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মতিঝিল থানার সাথে যোগাযোগ করলে পুলিশ ঘটনার সত্যত্তা স্বীকার করেন।

নিজস্ব প্রতিনিধি