আশুলিয়ায় গ্যাসের লাইন ফেটে আগুন: আহত ৩

আশুলিয়ায় গ্যাসের লাইন ফেটে আগুন: আহত ৩

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আশুলিয়ায় তিতাস গ্যাস সরবরাহের ত্রুটিযুক্ত মূল পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন ৩ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ২০ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় বিসমিল্লাহ আজমেরী প্লাজার সামনে সড়কের নীচে থাকা পাইপ লাইনে ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন- গ্রিল মার্কেটের মালিক বাদশা মন্ডল (৪৫), দোকান মালিক দুলাল (৩৮) ও লাল মিয়া (৩৬)।
আহতরা জানান, দোকানে বসে চা পান করার সময় দোকানের পাশ দিয়ে তিতাস গ্যাসের ত্রুটিযুক্ত পাইপ লাইনে হঠাৎ করেই আগুন জ্বলে উঠে। এসময় দোকানে বসে থাকা গ্রিল মার্কেটের মালিক বাদশা মন্ডল, দোকান মালিক দুলাল ও লাল মিয়া সামান্য অগ্নিদগ্ধ হন। এসময় অগ্নিদগ্ধ ৩ জনকে নিকটস্থ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, আপাতত আগুন নেভানো হয়েছে। তবে সঠিকভাবে ফাটা পাইপ লাইনটি মেরামত করা না হলে যেকোনো সময় ভয়াবহ দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ইতোপূর্বে আরও ৩ বার একই স্থানে গ্যাস পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ তা মেরামত করেনি।
তবে এ ঘটনার পর সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ত্রুটিপূর্ণ পাইপ লাইনটি মেরামত করা হবে বলেও জানান। অপরদিকে ব্যস্ততম সড়কের পাশে গ্যাস পাইপ লাইন ফেটে আগুন উপরে এসে আহতের ঘটনায় চরম আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

নিজস্ব প্রতিনিধি