অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগ

অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। সঙ্গে দেখা দিয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ। এর প্রভাবে রোববার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। টানা কয়েকদিনের তীব্র গরমের পর সকালের এ বৃষ্টি রাজধানীবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিলেও দুর্ভোগেও পড়তে হয়েছে তাদের। অফিসগামী যাত্রীরা পড়েছেন সমস্যায়। রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানচলাচল ব্যাহত হচ্ছে। ফলে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাইন্সল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলিস্তান, ওয়ারি, সায়েদাবাদ, রামপুরা, বারিধারা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি মহারাষ্ট্র ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।আবহাওয়া অফিস আরো জানিয়েছে, থেমে থেমে সারাদিনই চলবে বৃষ্টি। বৃষ্টির প্রভাব রয়েছে দেশের মধ্যাঞ্চল পর্যন্ত। ঢাকার বাইরে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামেও। তবে উপকূলীয় অঞ্চলে এখনো কোনো সতর্ক সংকেত দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকা ও এর আশপাশের এলাকায় শনিবার সকাল থেকেই মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। কালো মেঘে ঢাকা রয়েছে রাজধানীর আকাশ।

নিজস্ব প্রতিনিধি