দেড় কোটি টাকার কসমেটিকস জব্দ

দেড় কোটি টাকার কসমেটিকস জব্দ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের ভুয়া কসমেটিকস জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

৩১ আগস্ট (সোমবার) এ প্রসাধনী জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এক ক্ষুদেবার্তায় জানান, প্রসাধনীগুলোর মধ্যে রয়েছে  ফেসওয়াশ, ফেসক্রিম ও লোশন। জব্দ করা লোশনগুলোর গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ বা বিএসটিআইয়ের সনদ নেই। জব্দ করা কসমেটিকগুলো পাকিস্তান থেকে আমদানি করা হয়েছিল। আমদানিকারক প্রতিষ্ঠানের নাম অয়ন এন্টারপ্রাইজ। আমদানি করা কসমেটিকগুলোর ট্যাক্স বাবদ পাঁচ লাখ টাকা পরিশোধ করা হলেও সেগুলোর প্রকৃত ট্যাক্সের পরিমাণ ছিল ৪৫ লাখ টাকা। আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি