কবি ও শিল্পী মোমিন মেহেদী’র ৪ বই প্রকাশিত

কবি ও শিল্পী মোমিন মেহেদী’র ৪ বই প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ কবি, সংগঠক ও শিল্পী মোমিন মেহেদী’র ৪ টি বই প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলায়। মহান একুশে বইমেলা উপলক্ষে কবি ও সংগঠক মোমিন মেহেদী’র প্রথম প্রবন্ধগ্রন্থ সময়কথন প্রকাশ করেছে অন্যধারা, দ্বিতীয় প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গবন্ধু : রাজনীতি ও ভালোবাসায়’ প্রকাশ করেছে সাউন্ডবাংলা; শিশুতোষ গল্পগ্রন্থ ‘+ভূত-ভয়’ প্রকাশ করেছে আফতাব বুক হাউস; এবং সপ্তম কাব্যগ্রন্থ ‘বৃত্ত ত্রিভূজ মিছিল এবং ভালোবাসা’ প্রকাশ করেছে প্রকাশনা প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা। বই ৪ টি প্রসঙ্গে মোমিন মেহেদী বলেন, আমি সবার জন্য লিখি। আর তাই প্রতিবছরের মত এবারও ভিন্ন স্বাদের ৪ টি বই প্রকাশিত হয়েছে। উল্লেখ্য মোমিন মেহেদী দেশের প্রথম শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনলাইন পত্রিকা বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদনার পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। বিশেষ করে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বাংলাদেশ সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।