রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন,ককটেলের বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন,ককটেলের বিস্ফোরণ

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতালের আগের দিন সন্ধ্যায় সচিবালয়ের স্টাফ বাসে আগুন দেয়া হয়েছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে পল্টন মোড়ে সড়কের ওপর পার্কিং করা একটি বাসে (ঢাকা মেট্রো স-১১-০১০১) আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক পার্কিং করা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ বিষয়ে পল্টন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, হরতাল-সমর্থনকারীরা সচিবালয়ের একটি গাড়িতে আগুন দিয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এর আগে, বিকাল ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ আটক হয়নি। এদিকে, আব্দুল্লাহপুর, উত্তরা ও কুড়িল এলাকায় রাস্তায় আগুন এবং গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।

 

নিজস্ব প্রতিনিধি