রায় দেয়া হলে লাগাতার হরতালঃ আমির মজিবুর

রায় দেয়া হলে লাগাতার হরতালঃ আমির মজিবুর

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আর কোনো রায় দেয়া হলে লাগাতার হরতাল দেয়া হবে। ১ নভেম্বর (শনিবার) বিকেলে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ২০ দল আয়োজিত সমাবেশে তিনি এ হুশিয়ারি দেন।

মজিবুর রহমান বলেন, যারা এ সমাজকে বিশ্বাস করে না তারা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে জখম করার জন্য মেতে উঠেছে। সরকার আবদুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে হরতাল চলছে। গোটা সপ্তাহ ব্যাপী হরতাল চলবে। আর কোনো রায় দেয়া হলে লাগাতার হরতাল চলবে। জেল-জুলুম-হত্যা করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকতে পারবে না। তিনি বলেন, সরকার বলে জামায়াতে ইসলামীর সঙ্গে জনগণ নাই। গোলাম আযমের জানাজায় লাখ লাখ মানুষ প্রমাণ করেছে জনগণ সরকারের সঙ্গে নাই, জামায়াতের সঙ্গে আছে।

নিজস্ব প্রতিনিধি