দেশি-বিদেশি যে ষড়যন্ত্রকারীরা দেশকে দুর্বল করে দিতে চায়ঃ মির্জা ফখরুল

দেশি-বিদেশি যে ষড়যন্ত্রকারীরা দেশকে দুর্বল করে দিতে চায়ঃ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচার পুরোপুরি সুষ্ঠু ও ন্যায্য হচ্ছে না।
আজ শনিবার বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ বিচারকাজ আরও ন্যায্যভাবে করা দরকার। এ সরকারের আমলে বিচার শেষ হবে কি না, সেটা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সুষ্ঠুভাবে এ ঘটনার ন্যায়বিচার করা হবে।
মির্জা ফখরুলের দাবি, দেশি-বিদেশি যে ষড়যন্ত্রকারীরা দেশকে দুর্বল করে দিতে চায়, তারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজনৈতিক নেতাদের জড়ানো হয়েছে। তিনি এর নিন্দা জানান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সাবেক সেনাপ্রধান মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।