রাজধানীতে বিজিবি মোতায়েন

রাজধানীতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জামায়াত ও বিএনপির ডাকা হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ৮টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিতে শুরু করেছেন বিজিবি জওয়ানরা। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ৮টা থেকে তারা কাজ শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য,মানবতাবিরোধী অপরাধে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদাণ্ডাদেশের প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াত। একই সঙ্গে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। টানা ৩৬ ঘণ্টার হরতালে রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা  এড়াতেই পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবিও মাঠে থাকবে।

নিজস্ব প্রতিনিধি