গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আহত চার কর্মী নজরবন্দি

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আহত চার কর্মী নজরবন্দি

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আহত চার কর্মীকে চিকিৎসার নামে হাসপাতালে এক ধরনের নজরবন্দি করে রেখেছে সরকার। এটা চিকিৎসা নয়, এক ধরনের নাটক। এই অভিযোগ গণজাগরণ মঞ্চের কর্মীদের। এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন বলেন, ‘আমার তত্ত্বাবধানে যে চারজন আছেন, তারা ভালোই আছেন। তাদের অবজারভেশনে রাখা হয়েছে। ইমরান এইচ সরকারও আমার তত্ত্বাবধানে আছেন। তার অবস্থা যদি ভালো মনে হয়, তাহলে তিনিসহ দুজনকে আজকে ছেড়ে দেব। বাকি দুজনকে আরো ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে।’ আহত বাকি তিনজন হলেন নাফিস বিন্দু, মোকাদ ও তানজিল। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জেনারেল ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে। এর আগে সকালে মঞ্চের কর্মীরা শাহবাগে রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের ওপর জলকামান, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন ইমরানসহ ১৫ জন।

গণজাগরণ মঞ্চের কর্মীদের অভিযোগ, ইমরান এইচ সরকারসহ তাদের চার কর্মী পুলিশের হামলা ও টিয়ার শেলের কারণে আহত হয়েছিলেন। তাদের আঘাত গুরুতর না হলেও কৌশলে হাসপাতালে আটকে রাখা হয়েছে, যাতে মঞ্চের আন্দোলনে গতি না পায়। ‘এভাবে আমাদের আন্দোলন দমানো যাবে না। রায় পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না’- মন্তব্য গণজাগরণ মঞ্চের কর্মী তৌহিদুলের। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এবং তার সহযোগীদের হাসপাতাল থেকে রিলিজ না দেয়া তারই অংশ বলে মনে করছে সাধারণ কর্মীরা।

নিজস্ব প্রতিনিধি