চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৬৫ জন গুমঃ ২ সেপ্টেম্বর ২০ দলের মানববন্ধন

চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৬৫ জন গুমঃ ২ সেপ্টেম্বর ২০ দলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষ্যে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের ঘোষিত শনিবারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের অনুমতি না পাওয়ায় শনিবারের পরিবর্তে কর্মসূচিটি আগামী ২ সেপ্টেম্বর পালন করা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, ‘আন্তর্জাতিক গুম দিবস’ পালনে শনিবার প্রেসক্লাব থেকে তোপখানা রোড পর্যন্ত সড়কে মনববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল ২০ দলীয় জোট।এ কর্মসূচির জন্য ঢাকা মহানগর কমিশনারকে চিঠি দেয়া হয়েছিল। প্রথমে প্রেসক্লাবকে কেন্দ্র করে পূর্বে দৈনিক বাংলা মোড় ও পশ্চিমে শিশুপার্ক পর্যন্ত মানববন্ধন করার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়। বিএনপির এই নেতা দাবি করেন, তখন পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কর্মসূচির অজুহাত জানালে স্থান পরিবর্তন করে বিএনপির নয়াপল্টনকে কেন্দ্র করে পূর্বে নটর ডেম কলেজ ও পশ্চিমে বিজয়নগর মোড় পর্যন্ত মানববন্ধনের স্থান উল্লেখ করে আবার চিঠি দেয়া হয়। পুলিশ অনুমতি নিয়ে টালবাহানা করতে থাকে। গতকাল রাত ১১টার দিকে পুলিশ জানায়, এ দিবস পালনের অনুমতি দেয়া হয়নি। ফখরুল বলেন, সরকার গুম-খুন করাচ্ছে। তাদের মুখোঁশ উন্মোচিত হয়ে যাবে বলেই আমাদের এ কর্মসূচি পালন করার অনমুতি দেয়া হয়নি। তিনি বলেন, আন্দোলনকালে গত বছরের অক্টোবর মাস থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৬৫ জনকে গুম করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি