যানজট একদিনে নিরসন হবে নাঃ ওবায়দুল কাদের

যানজট একদিনে নিরসন হবে নাঃ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ভুয়া সাংবাদিক এবং ভুয়া সরকারি স্টিকার লাগিয়ে যারা গাড়ি নিয়ে উল্টা পথে যায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সাস্টেনএবল অ্যান্ড ইনক্লুসিভ ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট’ শীর্ষক দুই দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সড়ক ও জনপদ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, আমরা যত চাই যানজট একদিনে নিরসন হবে না। এর জন্য সবাইকে সচেতন হতে হবে। এ ছাড়া মেট্রোরেল, এলিভ্যাটেড এক্সপ্রেস নির্মাণ হলে কিছুটা যানজট নিরসন করা সম্ভব হবে। আগামী ঈদুল ফিতরের আগেই সব চার লেনের কাজ শেষ হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। যোগাযোগ ব্যবস্থায় টেকসই উন্নয়নের কথা উল্লেখ করে ওয়ার্কশপে অন্যান্য বক্তারা বলেন, যোগাযোগ ব্যবস্থায় আমাদের এমন উন্নয়ন করতে হবে যাতে করে বর্তমানের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের চাহিদাও পূরণ করতে পারে। এ সময় বক্তরা পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাস্টেনএবল অ্যান্ড ইনক্লুসিভ ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট সর্ম্পকে জ্ঞানের প্রয়োজনীতার কথা তুলে ধরেন। সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মাহবুব উল আলম, এসক্যাপের ইকোনমিক এ্যাফেয়ার অফিসার মদন বি. র‌্যাগমিসহ আরো অনেকে।

নিজস্ব প্রতিনিধি