৫ মেঃ হেফাজতে ইসলাম এর সমাবেশ

৫ মেঃ হেফাজতে ইসলাম এর সমাবেশ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনার বর্ষপূর্তিতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। ৫ মে সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশের পাশাপাশি ওই দিনের ঘটনায় নিহত ও আহত নেতা-কর্মীদের স্মরণে চট্টগ্রামের হাটহাজারীতে সংগঠনটির প্রধান কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিও পালিত হবে। ২ মে (শুক্রবার) হেফাজতে ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক মাওলানা শাহ আহমদ শফী। সমাবেশ শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। ৫ মে’র শাপলা অভিযান দিবসের সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার হাটহাজারী মাদ্রাসায় এক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় হেফাজতের নায়েবে আমির হাফেজ শামসুল আলমের সভাপতিত্বে সভায় হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, মীর মোহাম্মদ ইদ্রিস, আব্দুল ওয়াদুদ নোমানী, জাহাঙ্গীর মেহেদী, জাকারিয়া নোমান ফয়েজী, জোনায়েদ বিন ইয়াহিয়া, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি