সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ টি২০ বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৮৪ রানে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে। এর ফলে ১ এপ্রিল (বৃহস্পতিবার) শ্রীলংকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে তারা। অপর সেমিফাইনাল নির্ধারিত হয়ে গেছে আগেই – ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে, শুক্রবার।

১ এপ্রিল গ্রুপ ২-এর এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ যেভাবে শুরু করেছিল তাতে তারা যে এ ম্যাচ জিতবে তা অনেকেই হয়তো ভাবতে পারেন নি। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ২২ রানের মধ্যেই তারা ক্রিস গেইল সহ দুটি উইকেট হারিয়ে ফেলে। কিন্তু পরের ব্যাটসম্যানরা পাকিস্তানের ব্যাটিং ভালোই মোকাবিলা করেন। বিশেষ করে ডোয়েইন ব্রাভো ৩৭ বলে ৪৬ এবং অধিনায়ক ড্যারেন স্যামি ২৮ বলে ৪২ রান করে দলের রান ১৬৬তে পৌছে দেন – যা টি২০ ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য যথেষ্ট বলা চলে। তবে পাকিস্তান ব্যাট করতে নামার পর ওয়েস্ট ইন্ডিজের দুই বোলার ক্রিশমার সানটোকি এবং সামুয়েল বাডরি যে সংহারমূর্তি ধরেন, তাতে একটু পরই পরিষ্কার হয়ে যায় যে ১৬৬ রান আসলে যথেষ্টরও বেশি। পাকিস্তানের প্রথম দুই ব্যাটসম্যান আহমেদ শেহজাদ এবং কামরান আকমল আউট হন কোন রান না করেই। চার আর পাঁচ নম্বর উমর আকমল ও্ শোয়েব মালিক আউট হন যথাক্রমে ১ আর ২ রান করে। বাকি কাজটা করেন সুনীল নারাইন, তিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় রত বিপজ্জনক শহিদ আফ্রিদি, শোয়েব মাকসুদ আর সোহেইল তানভীরের উইকেটগুলো তুলে নেন। ১৭ ওভার পাঁচ বলে মাত্র ৮২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। দিনের প্রথম খেলাটি ছিল স্বাগতিক বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যে। দুটি দলেরই প্রতিযোগিতা থেকে গ্রুপ পর্বে বাদ পড়ে যাওয়া নিশ্চিত হয়ে গেছে আগেই।

তাই এটি ছিল দুদলের জন্যই শেষ ম্যাচে একটি জয় পাবার লড়াই। এতে বাংলাদেশ সাত উইকেট পরাজিত হয়।

ক্রীড়া প্রতিবেদক