ইংরেজী মাধ্যমের পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দেয়ার আশ্বাস ডিএমপি’র

ইংরেজী মাধ্যমের পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দেয়ার আশ্বাস ডিএমপি’র

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ এ লেভেল এবং ও লেভেল পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দেবে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র পক্ষ থেকে ৮ জানুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, রাজধানীর ৮ টি কেন্দ্রে এ লেভেল এবং ও লেভেল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের ও অভিভাবকদের সার্বিক নিরাপত্তা সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে দেয়া হবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তাও নিশ্চিত করবে পুলিশ। বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, আটককৃত নেতাদের ব্যাপারে সুর্দিষ্ট অভিযোগ রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরবাসীকে সাথে নিয়ে নাশকতা প্রতিহত করা হবে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের আওতায় আনা হবে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি নগরবাসীর সহযোগীতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএমপি অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম, উপ-কমিশনার (সদর দপ্তর) আনোয়ার হোসেন, উপ-কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া ও পাবলিক রিলেশন) ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

নিজস্ব প্রতিনিধি