সমগ্র বাংলাদেশ যেন আজ এক রক্তের উপত্যকাঃ তারেক রহমান

সমগ্র বাংলাদেশ যেন আজ এক রক্তের উপত্যকাঃ তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দশম জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে গণতন্ত্রকামী মানুষের চেতনার প্রতিফলন ঘটানোই আমাদের মূল লক্ষ্য। সেই অভীষ্ট গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত সর্বাত্মক আন্দোলন অব্যাহত থাকবে।’ ৫ (রোববার) লন্ডনের ডকল্যান্ডের ফোর সিজন হোটেলে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন। ১৮-দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচন প্রতিহত ও বর্জন করায় দেশবাসী ও জোটের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান লন্ডনে অবস্থানরত তারেক রহমান। তিনি বলেন, তামাশার নির্বাচনকে কার্যত রুখে দেয়ার মাধ্যমে দেশবাসী একটি লক্ষ্য অর্জন করল মাত্র। এটি চূড়ান্ত সাফল্য নয়। বরং চলমান স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ। সরকারের একতরফা নির্বাচনের পর আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ বা সমঝোতার সম্ভাবনাকেও নাকচ করে দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের এ আন্দোলনে ইতিমধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। ৫ জানুয়ারির প্রত্যাখ্যাত নির্বাচনের দিন সরকারের নির্বিচার গুলিতে নিহত হয়েছেন ২০ জনেরও বেশি সাহসী সেনানী, আহত হয়েছেন অসংখ্য। নির্মম নির্যাতন ও জেল-জুলুমের শিকার হচ্ছেন অগণিত মানুষ। সমগ্র বাংলাদেশ যেন আজ এক রক্তের উপত্যকা।’

নিজস্ব প্রতিনিধি