গণভবনে মহাজোট নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

গণভবনে মহাজোট নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণার পর গণভবনে মহাজোট নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলুও উপস্থিত ছিলেন। দলের নেতাদের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বলে সূত্র দাবি করেছেন। পরে মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি