ঢাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুনঃ সবোর্চ্চ সতর্কাবস্থায় বিজিবি

ঢাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুনঃ সবোর্চ্চ সতর্কাবস্থায় বিজিবি

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সমর্থকরা এসব সহিংসতায় জড়িয়ে পড়ছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, তফসিল ঘোষণার পরপরই এসব সহিংস ঘটনা ঘটতে থাকে। দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, গাড়ি ভাংচুর ছাড়াও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিরোধীজোট। মহাখালিতে ৩ টি ককটেল বিস্ফোরণ, পুলিশের গুলিতে পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাবাজারে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসতিতে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অপরদিকে,নাশকাতা এড়াতে রাজধানীতে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে বিজিবির ২০ প্লাটুন সদস্য রাজধানীতে দায়িত্ব পালন শুরু করেছে বলে জানিয়েছেন বিজিবি মহা-পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বিজিবি সূত্র জানায়, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পর সন্ধ্যার পর বিজিবি নামে। বিজিবি শুধুমাত্র সোমবার রাতেই দায়িত্ব পালনের কথা রয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে মঙ্গলবার দিনেও দায়িত্ব পালন করবে।

নিজস্ব প্রতিনিধি