আমরা রাজনীতির নামে আর কোন অরাজকতা দেখতে চাই নাঃ মোমিন মেহেদী

আমরা রাজনীতির নামে আর কোন অরাজকতা দেখতে চাই নাঃ মোমিন মেহেদী

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ জেএসসিসহ বিভিন্ন পরীক্ষার আগে শিবির-জামায়াত-বিএনপির হরতালের প্রতিবাদে নতুনধারা বাংলাদেশ(এনডিবি) কেন্দ্রীয় কমিটির এক পথ সভায় বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধী-জামায়াত-শিবির চায় না নতুন প্রজন্ম শিক্ষিত হোক কেননা, দেশের মানুষ শিক্ষিত হলে ওরা ওদের মওদুদীর মিথ্যে আর ধর্মের রাজনীতি সচল রাখতে পারবে না তাছাড়া ওরা বাংলাদেশে আরেকটা দেশ সৃষ্টি করেছে, সেই দেশের নাম ‘ইসলামী দেশ’ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, নতুন নতুন স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, কোম্পানী হচ্ছে, ব্যাংক হচ্ছে, বীমা হচ্ছে, যার অধিকাংশের মালিক-ই এই জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ব্যাংক সরকার এখন-ই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে ওদের মরণ ছোবলে অনেকেই ক্ষতিগ্রস্থ হবে। আসন্ন জেএসসিসহ বিভিন্ন পরীক্ষার আগে শিবির-জামায়াত-বিএনপির হরতালের প্রতিবাদে নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র আহবায়ক মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন, শাহবাগ জাদুঘরের সামনে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খোকন, ডা. রোকসানা স্বপ্না, ফিরোজ আলম, প্রকৌশলী রওশন আরা সীমাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র আহবায়ক কলামিস্ট মোমিন মেহেদী এ সময় বলেন, আমরা রাজনীতির নামে আর কোন অরাজকতা দেখতে চাই না। আর তাই নতুন প্রজন্মের রাজনীতি সচেতন তরুণদেরকে আহবান জানাই- আসুন দেশ আপনার, মানুষ আপনার; রাজনীতি করার দায়িত্বও আপনার।

এসবিডি নিউজ ডেস্ক