একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটরকে চাকরিচ্যুত করা হয়েছে

একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটরকে চাকরিচ্যুত করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চাকরি হারালেন একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর হারুন উর রশিদ। টেলিভিশনটির অনুসন্ধানীমূলক জনপ্রিয় অনুষ্ঠান ‘একুশের চোখ’-এর উপস্থাপকও ছিলেন তিনি। তবে দুই মাসের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু কেন তার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে একুশে কর্তৃপক্ষ তা জানা যায়নি। এনিয়ে একুশে টিভি’র বার্তাকক্ষের একাধিক কর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তারাও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। তবে অভ্যন্তরীণ কোন্দলের জেরে হারুন চাকরি হারাতে পারেন বলে তার দীর্ঘদিনের সহকর্মীদের আশঙ্কা।

গত ৩০ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে মানবসম্পদ বিভাগ তাকে ডেকে নিয়ে হারুনকে সাময়িক বরখাস্তের বিষয়টি অবহিত করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় তিনি একুশের টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালামের সঙ্গে দেখা করলে তিনিও জানিয়ে দেন, আপাতত তাকে আর রাখা সম্ভব হচ্ছে না। এসময় তিনি এও জানান, ‘তিনি সবই জানেন, তবে এখন তার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।’ এরপর মানব সম্পদ বিভাগ থেকে হারুন উর রশিদকে দু’মাসের জন্য বহিস্কার করা হলো মর্মে চিঠি দেয়া হয়। যদিও এক্ষেত্রে নিয়ম মেনে তাকে কোনো ধরনের কারণ দর্শানো নোটিস দেয়া হয়নি। অবশ্য বিনা নোটিসে কাউকে চাকরিচ্যুত করা একুশে টেলিভিশনের পুরোনো রীতি। একুশে টেলিভিশনের একাধিক সূত্র জানিয়েছে, বছরখানেক আগে ‘একুশের চোখ’ অনুষ্ঠানে প্রচারিত একটি রিপোর্টের জেরে রোষানলে শিকার হারুন। ওই রিপোর্টটি যাকে নিয়ে করা হয়েছিলো, সেই রিপোর্টার এবং একজন পরিচালকের কারণে চাকরি হারাতে পারেন হারুন। তবে এনিয়ে ভয়ে নাম প্রকাশ করতে চাননি একুশে টেলিভিশনের কোনো কর্মী। যদিও কারণটিকে তারা সত্য বলেই দাবি করেছেন। একুশের বার্তাকক্ষের একাধিক কর্মী জানিয়েছেন, ওই রিপোর্টার এবং পরিচালকের কারণে কয়েক মাস আগে চাকরি হারান একজন বার্তা সম্পাদক।

নিজস্ব প্রতিনিধি