যাত্রাবাড়ীতে বস্তাবন্দি লাশ উদ্ধারঃ লাশের সংখ্যা ২-৪টি হওয়ার আশঙ্কা

যাত্রাবাড়ীতে বস্তাবন্দি লাশ উদ্ধারঃ লাশের সংখ্যা ২-৪টি হওয়ার আশঙ্কা

জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশ পঁচে কঙ্কালসার হয়ে যাওয়া সংখ্যা নিয়ে পুলিশ দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। প্রাথকিভাবে পুলিশ দুটি লাশের কথা দাবি করছে। ২৩ আগষ্ট (শুক্রবার) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লার স্তূপ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের এই লাশ উদ্ধার করা হয়। যাত্রবাড়ী থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ময়লার স্তূপ সরানোর সময় শ্রমিকরা সেখানে বস্তাবন্দি লাশ দেখতে পায়। শ্রমিকরা বিষয়টি পুলিশকে জানালে সেখান থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ময়লা সরানোর সময় শ্রমিকরা বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে। তবে লাশগুলো প্রায় কঙ্কালসার হয়ে যাওয়ার তার সংখ্যা নির্ণয় করা এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। লাশের সংখ্যা দুই বা তার অধিক হতে পারে।’

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় সনাক্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের সংখ্যা এবং পরিচয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কোনো সুনির্ধারিত তথ্য দিতে না পারলেও লাশের সংখ্যা ২-৪ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানান, ‘লাশগুলো পঁচে কঙ্কালসার হয়ে যাওয়ার তার সংখ্যা নির্ণয় এবং পরিচয় নির্ধারণ নিয়ে তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে। বিভ্রান্তি দূর করতে ইতোমধ্যে লাশের ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা উপস্থিত রয়েছেন।’

নিজস্ব প্রতিনিধি