অচিরেই সুস্থ হয়ে উঠবেন যুবরাজ

অচিরেই সুস্থ হয়ে উঠবেন যুবরাজ

এসবিডি নিউজ২৪, ডেক্সঃ বিশ্বকাপ হিরো যুবরাজ সিং ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার আকস্মিক খবরে গত ৫ ফেব্রুয়ারী রোববার ভারতের ক্রিকেট অঙ্গনে বিষাদের ছায়া নেমে এলেও আজই তা মিলিয়ে গেছে। আজ যেন দিনটি হয়ে উঠেছে ঝলমলে বর্ণিল। কারণ, আজই চিকিত্সক জানিয়ে দিয়েছেন, তাঁর ক্যানসার চিকিত্সাযোগ্য এবং জীবনঘাতী নয়।

যুবরাজের চিকিত্সক ফিজিওথেরাপিস্ট যতীন চৌধুরীর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা টিএনএন জানিয়েছে, তাঁর ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে। এটি চিকিত্সাযোগ্য এবং জীবনঘাতী নয়। যতীন আরও বলেন, সবকিছু ঠিকমতো হলে অচিরেই যুবরাজ সুস্থ হয়ে উঠবেন এবং আগামী মে কিংবা জুন নাগাদ মাঠে ফিরতে পারবেন। তবে, বিসিসিআই কর্মকর্তারা মে-জুন নাগাদ তাঁর মাঠে ফেরার ব্যাপারে এখনো আশাবাদী হতে পারছেন না। তাঁরা বলছেন, যুবরাজকে হয়তো দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে। তবে তাঁর সুস্থ হয়ে ওঠাটাই এ মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ।
আগামী নয় সপ্তাহ যুবরাজের কেমোথেরাপি চলবে বলে জানা গেছে। দৃঢ়তার সঙ্গে এই বিপর্যয় সামলে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
এদিকে, কেমোথেরাপি শুরু হওয়ার পর যুবরাজের অবস্থা এখন স্থিতিশীল। এতে ফলে তিনি ওজন হারালেও এটি কেমো গ্রহণকারীদের ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন চিকিত্সকেরা। ক্যানসার ধরা পড়ার পর তিনি বেশ ভেঙে পড়লেও এখন সামলে উঠেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
পরিবার-পরিজনসহ এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যুবরাজ। সেখানেই চলছে কেমোথেরাপি।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।