ঘুঙ্ঘুর (ফারহানা খানম)

ঘুঙ্ঘুর (ফারহানা খানম)

~~~ঘুঙ্ঘুর~~~
—ফারহানা খানম—
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মনে আছে তিন হাজার তিনশো তেত্রিশ চাঁদ আগে
উদাসী কবির ঋদ্ধ ছন্দে
মাতাল আমার ঘুঙ্ঘুর,
___ শুধু নাচ নাচ আর নাচ!
জ্যোৎস্নামাখা শরীরে তখন
প্রবল জোয়ার শাখায় শাখায়
ফুলের প্রপাত পয়ারের বনে
মাত্রাবৃত্ত ঝর্ণার ঝিরিঝিরি শব্দে
আমি ছিলাম এক উদ্দাম বনজ্যোৎস্না
জলেভেজা,সমর্পিতা অতঃপর উদাসী
সেই কবি চলে গিয়েছিল ওপারে নির্জন
প্রবাল দ্বীপে সম্ভবত, নূপুর নিক্কনে নতুন
কোন তাল- লয় সৃষ্টির অভিপ্রায়ে…
আজ তিন হাজার তেত্রিশ চাঁদ পরেও
কবির ছন্দে তেমনি বেজে ওঠে আমার
ঘুঙ্ঘুর অথচ বনজ্যোৎস্নার শাখায়
ভাটির টান ফুলগুলো জীর্ণ ভরা পুর্নিমার
লীনতাপ শুষে নিয়ে বড় বাড়ন্ত ক্যাকটাস।
________________________________________________________

অতিথি লেখক