পুলিশের যোগসাজশে ঢাকায় রমরমা মাদক বাণিজ্য

পুলিশের যোগসাজশে ঢাকায় রমরমা মাদক বাণিজ্য

শহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর গেন্ডারীয়া থানার দয়াগঞ্জ, ধুপখোলা ও নামাপাড়া এলাকায় প্রকাশ্যে চলছে মাদক বাণিজ্য।  ওয়ারী জোনের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। ঠিক সেই মুহুর্তেই কিছু অসৎ পুলিশ কর্মকর্তাদের জন্য যুব সমাজ ধ্বংসের মুখে। বিশেষ সূত্রে জানা যায় ইয়াবা, ফেন্সিডিল, গাজা, পেথডিন ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় প্রতিদিন দুইটি স্পেসাল টিমকে ২০-২৫ হাজার টাকা দিতে হয়। তার কিছুন পরে দেখা যায় স্পেসাল টিমের এস.আই আতিক এর চাঁদাবাজী। ফেন্সিডিল ব্যবসায়ী বাবুনির কাছ থেকে জানা যায় দু’টি স্পেসাল টিমকে প্রতিদিন ১০ হাজার টাকা দিতে হয়। ইয়াবা ব্যবসায়ী মোঃ আনোয়ার এর কাছ থেকে জানা যায়, প্রতিদিন দু’টি স্পেসাল টিমকে ৬০০০ হাজার টাকা দিতে হয়। ফেন্সিডিল ব্যবসায়ী মুনসুরের বউর কাছ থেকে জানা যায় দু’টি স্পেসাল টিমকে প্রতিদিন ১০,০০০ দশ হাজার টাকা চাঁদা দিতে হয়। এ ব্যপারে গেন্ডারীয় থানার ভারপ্রাপ্ত, অফিসার্স ইনচার্জ মেহেদি হাসান এর কাছে বার বার ফোন করেও তার কোন সারা মিলে নাই, এবং কি থানায় গেলেও তার খোজ মিলেনি।

নিজস্ব প্রতিনিধি