১৭ বছর পর ঢাকায় জোবাইদা

১৭ বছর পর ঢাকায় জোবাইদা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন ডা. জোবাইদা। প্রায় দেড় যুগ পর অবশেষে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন তিনি। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন ছাড়েন তিনিও।

জানা গেছে, দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা ‘মাহবুব ভবনে’ উঠবেন। ইতোমধ্যে বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। জোবাইদার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, জোবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। সিএসএফ সদস্যদের সঙ্গে দায়িত্বে থাকবেন পুলিশ সদস্যরাও।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জোবাইদা রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়।

এসবিডি নিউজ ডেস্ক