২৯ ফেব্রুয়ারি উইন্ডোজ ৮ বাজারে আনতে পারে মাইক্রোসফট

২৯ ফেব্রুয়ারি উইন্ডোজ ৮ বাজারে আনতে পারে মাইক্রোসফট

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ উইন্ডোজের নতুন লোগো নিয়ে অবশেষে মুখ খুলল মাইক্রোসফট। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য প্রচলিত লোগোটিতে পরিবর্তন আনছে মাইক্রোসফট। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার মাইক্রোসফটের উইন্ডোজ ৮ নির্মাতা দল এ তথ্য দিয়েছে। নতুন লোগোটিতে কেবল একটি গাঢ় নীল রঙের ‘উইন্ডো’ থাকছে। এদিকে উইন্ডোজের নতুন লোগো তৈরির পেছনে একটি মজার কাহিনি রয়েছে বলেই এক খবরে জানিয়েছে পিসি ম্যাগ। মেট্রো ইন্টারফেসের জন্য উইন্ডোজ ৮ নির্মাতা দল যখন লোগো নিয়ে কাজ করছিলেন, তখন এক কর্মকর্তা প্রশ্ন করে বসেন, ‘এর নাম যদি উইন্ডো হয়, তবে এতে ফ্ল্যাগ থাকবে কেন?’ আর তখনই নতুন লোগো তৈরির কাজ শুরু হয়। মাইক্রোসফটের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানোর আগেই অবশ্য মাইক্রোসফট উইন্ডোজের এ লোগোটির ছবি ফাঁস হয়েছিল। মাইক্রোসফট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ফাঁস হওয়া ছবির মতোই হচ্ছে নতুন লোগো।
একাধিক রঙের পতাকা ওড়া পরিচিত লোগোটির পরিবর্তন ঘটেছে। সেখানে এখন একরঙা, সোজাসাপ্টা চতুষ্কোণ একটি লোগো এসেছে। গাঢ় নীল রঙের এ লোগোটিতে তরঙ্গসদৃশ কোনো নকশাও নেই। আর নতুন লোগোটিতে কেবল একটি উইন্ডোই দেখা যাচ্ছে। মাইক্রোসফটের নতুন এ লোগোটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট ও উইন্ডোজ ফোনের মেট্রো ইন্টারফেসের সঙ্গে মানিয়ে যাবে বলেও জানিয়েছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। মেট্রো ইন্টারফেস হচ্ছে অনেকটাই উইন্ডোজ ৭-এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মতো। এ ইন্টারফেস ট্যাবলেটের জন্যও মানানসই। এ বছরের ২৯ ফেব্রুয়ারি উইন্ডোজ ৮ বাজারে আনতে পারে মাইক্রোসফট।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।