৭৩ শতাংশ বিক্রি কমেছে সঞ্চয়পত্র

৭৩ শতাংশ বিক্রি কমেছে সঞ্চয়পত্র

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে। মূলত নানা শর্তের বেড়াজালে সঞ্চয়পত্রের বিনিয়োগকে আটকে ফেলায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ৭৩ শতাংশ। জাতীয় সঞ্চয় অধিদফতর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, মাসওয়ারি ভিত্তিতে নভেম্বরে সঞ্চয়পত্র নিট বিক্রি হয়েছে ৩২০ কোটি ৬২ লাখ টাকা। আগের বছর একই মাসে বিক্রি হয় ৩ হাজার ৮৩৩ কোটি টাকা সঞ্চয়পত্র। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) ৫ হাজার ৮৪১ কোটি ৬৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। অথচ আগের অর্থবছরের বিক্রি হয়েছে ২১ হাজার ৬৬২ কোটি টাকা। এ হিসাবে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ৭৩ শতাংশ।

মূলত সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে নানা বাধ্যবাধকতা আরোপ ও কর বাড়ানোয় সঞ্চয়পত্র বিক্রি কমেছে। ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের সুদের ওপর উৎসে কর ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করা হয়েছে। এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। সঞ্চয়পত্রের সব লেনদেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হচ্ছে ক্রেতাদের। দুর্নীতি কিংবা অপ্রদর্শিত আয়ে সঞ্চয়পত্র কেনা বন্ধ করতে ক্রেতার তথ্যের একটি ডাটাবেসে সংরক্ষণের লক্ষ্যে অভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিক্রি কার্যক্রম শুরু করেছে। এছাড়া সঞ্চয়পত্রে বড় বিনিয়োগে কঠোর হয়েছে সরকার। চাইলেই ভবিষ্য তহবিল বা প্রভিডেন্ট ফান্ডের অর্থে সঞ্চয়পত্র কেনার সুযোগ নেই।

নিজস্ব প্রতিনিধি